ব্যালটে সিল মারা ছবি ফেসবুকে দিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি

০৭ জানুয়ারি ২০২৪, ০১:০৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
সিল মারা ব্যালটসহ ঢাবি ছাত্রলীগ সভাপতি

সিল মারা ব্যালটসহ ঢাবি ছাত্রলীগ সভাপতি © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে গোপন ভোটকক্ষ ও ব্যালটের সিল মারা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। রবিবার সকাল ১০টার একটু পর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেখা যায়। 

ছবিসহ সে পোস্টে শয়ন লিখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। যৌবনের উত্তাপের ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। জ্যেষ্ঠদের মূল্যবান ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। তোমার-আমার সবার ভোট, শেখ হাসিনার পক্ষে হোক।’ 

আরও পড়ুন: এশিয়ার সেরা ১ হাজারে নেই বাংলাদেশের কোনো গবেষক

ভোটগ্রহণের গোপন কক্ষ ও ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরেও শয়নের পোস্টে ১০৭ টি মন্তব্যের কোনোটিতে এ বিষয়ে প্রতিবাদ করতে দেখা যায়নি।

নিষেধাজ্ঞা এবং পোস্টের বিষয়ে মাজহারুল কবির শয়ন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমার এ বিষয়ে জানা ছিলো না’। এছাড়াও তার ভোটার এলাকা কুমিল্লা-৬ আসনের ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং ভোটকেন্দ্রে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।  

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬