অবরোধের সমর্থনে গুলশানে ছাত্রদলের মিছিল

২২ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
গুলশানে ছাত্রদলের মিছিল

গুলশানে ছাত্রদলের মিছিল © সংগৃহীত

বিএনপির ডাকা ৬ষ্ঠ দফার অবরোধের প্রথম দিন আজ বুধবার রাজধানীর গুলশান এলাকায় মিছিল বের করেছে ছাত্রদলের একদল নেতাকর্মী। এসময় সংগঠনটির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক রেজওয়ানুল হক সবুজ, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মো. জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান রাসেল। 

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, সহ-সভাপতি আলী হাসনাত রাজীব, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সদস্য রুবেল আহমেদ, ইমরান হাসান। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. রাহাত হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহ্ফুজ-উর-রহমান লিপকন, সহ-সভাপতি বায়েজিদ হোসেন, সহ-সভাপতি এস এম নাসিম, সহ-সভাপতি মো: মেহেদী হাছান নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিমু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নোবেল ইসলাম সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহানাজ পারভিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাহুল, ছাত্রদল নেতা আবিদ হোসেন নাঈম, জাহিদ, রিদয় হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি নাঈম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল।

তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আউয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক মেরাজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরিফ রায়হান রিদয়, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন রিদয়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা।

ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক, বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, ওমর শেখ ও সাইফুল ইসলাম জায়েদ, মহানগর উত্তরের আই.এইচ.টি কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুল শিকদার, ছাত্রনেত্রী উর্মী আক্তার ভুঁইয়া, হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢালী, গুলশান থানা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আহমেদ, বনানী থানা ছাত্রদলের ছাত্রনেতা রিদয় রানা, তাসিন ও জিসান।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, আদাবর থানা ছাত্রদল নেতা মো. এমরান হোসেন ইমরান ও রাজু, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা সাইফুল ইসলাম, শাকিব, লিখন, সজীব, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন বাবু ও ওবায়দুল হক।

কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাছির উদ্দীন বলেন, অবরোধের প্রথম দিন ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাবো।

 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9