হাতিরঝিল মোড়ে ছাত্রদলের মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনি তফসিল বাতিল, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে হাতিরঝিল মোড় থেকে মগবাজার রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাপ্পি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি সাঈদ ফকির, সহ-সভাপতি প্রান্ত, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, জগ্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল ডেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোভন শোয়াইব খান সহ মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।