জাবিতে তফসিল ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভে পুলিশি বাধা

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটর ডাকা হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা মিছিল করতে গেলে বাধা দেয় আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে বেলা সাড়ে ১১ টায় মানববন্ধন করেন তারা।

এ সময় জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় জানান, এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল করতে গেলে বাঁধা দেয় পুলিশ। তাই আমরা অবস্থান ও মানববন্ধন করি।

শ্রমিক ফ্রন্ট সাভার আশুলিয়ার সাধারণ সম্পাদক আহমেদ জীবন বলেন, ‘আমরা গতকাল দেখলাম একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে অবৈধভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই তফসিল সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। গত ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের মতো আবারো একটা প্রহসনের নির্বাচন করাই এই তফসিলের উদ্দেশ্য। আমরা এই নির্বাচন চাই না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের অধীনে কখনোই নির্বাচন সুষ্ঠ হয়নি এবং হবেও না। আমরা চাই মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালে থাকুক।’
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের আহ্বায়ক সোহাগী সামিয়া বলেন, ‘গতকাল নির্বাচন কমিশন অবৈধ একতরফা তফসিল ঘোষণা করেছে যা এদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। সরকার গায়ের জোরে নির্বাচন করতে চাইছে। সরকারের কর্মীরা পাঁচশ একহাজার টাকায় তাদের বিবেক বিক্রি করে দিয়েছে। দেশে গণতান্ত্রিক মূল্যবোধ উঠিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে এ সরকার। আজ আমাদের মিছিলের বাঁধা দেওয়া’ই প্রমাণ করে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেদিন বেশি দূরে নয় এদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত বাড়ি ফিরবে না।’

জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘ঐতিহাসিকভাবে এই দেশে কখনোই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। ১৯৯৬, ২০১৪ কিংবা ২০১৮ সালের নির্বাচন কোনটাই সুষ্ঠু হয়নি। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে এবারও নির্বাচন সুষ্ঠু হবে না। এই দেশে কখনোই স্বৈরাচার শাসক টিকতে পারেনি। স্বৈরাচার আইয়ুব খান কিংবা এরশাদ কেউ টিকতে পারেনি এই স্বৈরাচার সরকারও টিকতে পারবে না।’

৪৩ সেকেন্ডে ৫৭ টি ভোট দেওয়ার ভাইরাল হওয়া ভিডিওর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যে সরকারের আমলে সামান্য স্থানীয় পর্যায়ের একটা নির্বাচন’ই সুষ্ঠ হয় না। সেখানে জাতীয় নির্বাচন কখনই গণতান্ত্রিক উপায়ে সম্ভব না। তাই এই প্রহসনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence