রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মহড়া-বিক্ষোভ 

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মহড়া-বিক্ষোভ 
রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মহড়া-বিক্ষোভ   © সংগৃহীত

তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রামপুরা আবুল হোটেল থেকে কেন্দ্রীয় নেতারা মিছিল বের করেন। মিছিলটি রামপুরা কাঁচাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি রাফিজুল ইসলাম রফিজ, যুগ্ম সম্পাদক ইউনুস আলী রাহুল, মারজুক আহমেদ, সালেহ মোহাম্মদ আদনান, এজিএস মীর ইমরান হোসেন মিথুন, আবুল হোসেন আশিক। 

সকালে ধানমন্ডির রাইফেল স্কয়ারের পাশ থেকে শুরু করে স্টার হোটেল পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আক্তারুজ্জামান আক্তার, নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল ইসলাম রিয়াদ, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, তেঁজগাও কলেজ ছাত্রদলের সহসভাপতি ওবায়দুল হক সানিসহ অন্যান্য নেতাকর্মীরা। মিছিল শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ  অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের

অবরোধ সমর্থনে এদিন সকালে তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলামোটর থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। এছাড়া কাটাবন-নীলক্ষেত এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রাজধানীর খিলগাঁও থানার সম্মুখে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এরপর সড়ক অবরোধ করে পিকেটিং করেন নেতাকর্মীরা। বিক্ষোভ ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল।


সর্বশেষ সংবাদ