ঢাবির দেয়ালে দেয়ালে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান

ঢাবির দেয়ালে দেয়ালে ‘টেক বেক বাংলাদেশ’ স্লোগান
ঢাবির দেয়ালে দেয়ালে ‘টেক বেক বাংলাদেশ’ স্লোগান  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ বিভিন্ন স্থাপনায় দেয়াল লিখন কার্যক্রম করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ কার্মসূচি করেছে সংগঠনটি। দ্যা ডেইলি ক্যাম্পাসের বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ডাকসুর সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলা ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ২০ টির বেশী গ্রাফিতী করেছে । এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক মোঃ আল আমিন সহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ছাত্রদলের দেয়াল লিখনে দেখা গেছে, ‘‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে -ঢাবি ছাত্রদল। দেশ বাঁচাও মানুষ বাঁচাও -দেশনেত্রী বেগম খালেদা জিয়া -ঢাবি ছাত্রদল। টেক বেক বাংলাদেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ -তারেক রহমান।’’ এসব উক্তি তারা লিখেছেন।

এবিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন গ্রাফিতী ছাত্ররাজনীতির একটি সৃজনশীল কর্মকান্ড। সন্ত্রাসের কলবরের বিনাশ ঘটিয়ে, স্বাধীন চিন্তাশক্তিতে বেড়ে উঠা যুবকের বাসযোগ্য নগরী, মুক্তচিন্তা চর্চার ক্যাম্পাস এবং শিক্ষার্থীবান্ধব রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদল পেশী শক্তি নয় সৃজনশীলতাকেই ধারণ করে।

এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ কার্যক্রমে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাত্রদল সংশ্লিষ্ট নেতাকর্মীরা এ কাজের প্রশংসা করলেও বিষয়টি ভালোভাবে নেয়নি ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভোর রাতে ছাত্রদল এ কাজ করেছে। তাদের এই দেয়াল লিখনকে আমার পাত্তা দেই না। তাদের দেয়াল লিখন সাধারণ শিক্ষার্থীরা মুছে দিয়েছেন। ওই দেয়াল লিখন এখন আর নেই।

এর আগে, গত ১০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। তারও আগে ২০১৫ সালের এক রিট আবেদনে আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছিলেন হাইকোর্ট।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, আজ সকালে আমরা এই চিকা (দেয়াল লিখন) লাগিয়েছি। বর্তমান সরকারের কারণে মানুষের মানবাধিকার হুমকির মুখে পড়েছে। গতকালের আগেরদিন ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীরা পানি বন্দি থাকলেও কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকারের মদদপুষ্ট প্রশাসন। সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে বাচঁতে পারছে না।

খোরশেদ আলম সোহেল বলেন, সরকারকে হটানোর জন্য আমরা এই দেয়াল লিখন লিখেছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence