ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল 

১৩ আগস্ট ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
তারিকুল ইসলাম

তারিকুল ইসলাম © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তারিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। সভাপতি  বিন ইয়ামীন মোল্লা কারাগারে আটক থাকায় তার অনুপস্থিতিতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১নং সহ-সভাপতি হিসেবে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

রোববার (১৩ আগস্ট) দুপুরে ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহর প্রেরিত বার্তায় এটি নিশ্চিত করা হয়। সভাপতি বিন ইয়ামীন মোল্লার মুক্তির দিন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়।

আরো পড়ুন: কোচিংয়ের আড়ালে ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি বিন ইয়ামীন মোল্লা বর্তমান সরকাররের কারাগারে অবৈধভাবে আটক আছেন। তার অনুপস্থিতিতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১নং সহ-সভাপতি জনাব তারিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ঘোষণা করা হলো।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গত ১ আগস্ট নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় ২০২১ সালে করা এক মামলায় দিবাগত রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে  তার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে আটক করে ডিবি।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬