রেজা কিবরিয়া মিথ্যাচার করছেন: নুর

১৯ জুন ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ড. রেজা কিবরিয়া ও ভিপি নুর

ড. রেজা কিবরিয়া ও ভিপি নুর © ফাইল ছবি

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়ার বক্তব্যকে অসত্য ও মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকসুর সাবেক ভিপি নুর। সোমবার (১৯ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ড. কিবরিয়া বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর বলেও উল্ল্যেখ করেন তিনি। 

’রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচার নিয়ে আমার বক্তব্য নিম্নরূপ’ শিরোনামে দেয়া সে স্ট্যাটাসে তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ঐভাবে দলের মিটিং-মিছিল,কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। আমরা সেটাতে সমর্থন না দেয়ায় আমাকে নিয়ে মিথ্যাচার করে নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে গণঅধিকার পরিষদে ভাঙন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের স্ট্যাটাসটি দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো— ’’বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠাপোষকতায় জনৈক মাসুদ করিম/এনায়েত করিমের বিএনপি ভাঙা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়ার ব্যাংকক,কাঠমুন্ডুতে একাধিকবার মিটিংয়ে অংশ নেন।

এতে তিনি আরও লিখেন, দেশে এসে মনোনয়ন বিক্রি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ এবং সর্বশেষ ইনসাফের প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে গতকাল রেজা কিবরিয়ার বাসায় জরুরী মিটিংয়ে এসব বিষয়ে জবাবদিহিতা চাইলে তিনি সদুত্তর না দিয়ে নেতৃবৃন্দের প্রশ্নে বিরক্ত হয়ে বাসার ছাদের মিটিং স্থান ত্যাগ করে বাসায় ঢুকে আর মিটিংয়ে আসেনি। যে কারণে আমরা তার উপস্থিতিতে আর মিটিং করতে পারিনি। তাই উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকী আলোচনা সম্পন্ন করে আজকে পূর্ব নির্ধারিত মিটিংয়ে অসমাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সকলে একমত হই । যে মিটিং এখনো কেন্দ্রীয় কার্যলয়ে চলমান।

বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে নুর লিখেছেন, তাই নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। রেজা কিবরিয়া কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে ইতোমধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। গণঅধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ঐভাবে দলের মিটিং-মিছিল,কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। আমরা সেটাতে সমর্থন না দেয়ায় আমাকে নিয়ে মিথ্যাচার করে নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে গণঅধিকার পরিষদে ভাঙন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন,এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরামও ভেঙেছিলো।’’

উল্ল্যেখ্য, ২০২১ সালের ২৬ অক্টোবর ঢাকার পল্টনে সংবাদ সম্মেলন করে 'বাংলাদেশ গণ অধিকার পরিষদ' নামে এই দলটির ঘোষণা দেয়া হয়। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। ড. রেজা কিবরিয়া বোমা হামলায় নিহত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। 

আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যা করেনি, করেছে পুলিশ: বিএনপি প…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দর্শকদের উদ্দেশ্যে যে বার্তা বিসিবির
  • ১৫ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে টানা তৃতীয় দিনের মতো এক্সপার্ট ভিলেজ লিমিটেডে শ্রমি…
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নতুন নামে আসছে ১১ দলীয় জোট, হাত পাখার জন্য থাকছে যত আসন? 
  • ১৫ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন শেষ ২৭ জা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9