নতুন নামে আসছে ১১ দলীয় জোট, হাত পাখার জন্য থাকছে যত আসন? 

১৫ জানুয়ারি ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ PM
১১ দলীয় জোটের বৈঠক

১১ দলীয় জোটের বৈঠক © সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার জন্য ৫০টি আসন রেখে বাকি ২৫০টি আসনে সমঝোতায় পৌঁছেছে জামায়াতে ইসলামীসহ ১০টি দল। জোটের নাম নির্ধারণ করা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। মূলত শুধু নির্বাচনকেন্দ্রিক আসন সমঝোতার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৫০ আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অভ্যন্তরীণ বৈঠকের কারণে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি আজকের সভায় উপস্থিত হতে পারেনি। তবে তারা রাতের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি, ১১ দলীয় জোট থাকবে।’ যদিও বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কারো মন্তব্য পাওয়া যায়নি।’

তথ্যমতে, ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত এ সমঝোতায় রাখতে আলোচনার জন্য ১০ দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতারা। 

বৈঠক সূত্র জানায়, কোন দলকে কতটি আসন ছাড় দেওয়া হবে সে বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য হাতপাখা প্রতীকে ৫০টি আসন রেখে বাকি আসনগুলোতে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমঝোতা হয়।

বৈঠকের শেষ পর্যায়ে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলি বলেন, আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ৫০ আসন ফাঁকা রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। তারা না এলে পরবর্তী সময় বাকি আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9