ধান কেটে মাথায় বয়ে নিলেন ইডেন ছাত্রলীগের তানজিলা

ধান কেটে মাথায় বয়ে নিলেন ইডেন ছাত্রলীগের তানজিলা
ধান কেটে মাথায় বয়ে নিলেন ইডেন ছাত্রলীগের তানজিলা  © সংগৃহীত

কৃষকের ধান কেটে দেওয়া নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়েছেন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি তানজিলা আক্তার। নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজ জেলা নারায়ণগঞ্জের কৃষকদের পাশে দাড়িয়েছেন তিনি।

তানজিলা নিজের ফেসবুক প্রোফাইলে কৃষকদের ধান কেটে দেওয়ার ৫-১০টি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, শেখ হাসিনার নির্দেশ কৃষকের পাশে বাংলাদেশ, বাংলার কৃষকের পাশে বাংলাদেশ ছাত্রলীগ।

এর আগে গতকাল সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান জানানো হয়।

May be an image of 2 people and grass

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়েছে, বংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, চলতি বোরো মৌমুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবিচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এবছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে, এটিই সংকল্প।

আরও পড়ুন: কেন্দ্রের আহ্বানের পরেই ধানক্ষেতে নেমে পড়লেন ছাত্রলীগের প্রভাতী

শুধু তানজিলাই নয়, কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান দেশজুড়ে যেন এক উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকরা। অনেক কেন্দ্রীয় নেতা যারা ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছেন তাদের অনেককেই ধান কাটায় অংশ নিতে দেখা গেছে।

এদিকে, কেন্দ্রের আহ্বানের পরপরই অন্যান্য নেতাকর্মীদের তো ফসলের মাঠে নেমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ইডেন কলেজ ছাত্রলীগ তানজিলা আক্তার। নিজের প্রোফাইলে কৃষকের ধান কেটে দেওয়ার পোস্টে ব্যবহারকারীরা তার এমন পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া সংগঠনের সিনিয়র অনেকেও তার কাজে সন্তোষ প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence