কুবির পর এবার ডুয়েট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

  © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পর এবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷ 

আজ সোমবার (৬ মার্চ) রাতে দেয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

এর আগে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। 

জানা যায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল তাইবুর রহমানকে সভাপতি ও বিনয় ব্যার্নাজীকে সাধারণ সম্পাদক করে ডুয়েট ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১২ নভেম্বর ১৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর।


সর্বশেষ সংবাদ