গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক, শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার

শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার © সংগৃহীত

গাজীপুর মহাসড়কে গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ককটেল, উগ্রপন্থী বই, চাঁদা আদায়ের রশিদ ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান। 

গ্রেফতারকৃতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের অলিউল্লাহর ছেলে মেহেদী হাসান (২৬), ভোলার মনপুরা উপজেলার উত্তরচর সাকুচিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আমিরুল ইসলাম আফনান (১৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশীনগর গ্রামের আব্দুল হালিমের ছেলে জায়েদ (১৯), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৯), নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াকান্দী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোবাশ্বির ইমাম (১৯), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের বুলবুল খানের ছেলে রাজু খান (১৮), শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মোবারক হোসেনের ছেলে মুজাহিদ হাসান (১৮), একই উপজেলার শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে খালেদ বিন হোসাইন (১৯), নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল গ্রামের মৃত গোলাম মওলার ছেলে মেহেদি হাসান (১৯), ভোলা সদরের চরসামাইয়া গ্রামের সামসুউদ্দিনের ছেলে জিন্নাহ (১৯), কুমিল্লার চান্দিনা উপজেলার পিপুইয়া গ্রামের হোসাইন পাটোয়ারীর ছেলে জোবায়ের হোসেন (১৮), চৌগাছা উপজেলার জয়িলগাড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে রাইসুল ইসলাম (১৯), সাতকানিয়া উপজেলার সাতকানিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাদেকুল ইসলাম (১৮), মনপুরা উপজেলার চরযতীন গ্রামের আলাউদ্দিনের ছেলে আতাউল্লাহ আফফান (১৮), ফুলপুর উপজেলার পাগলা থানার আবু সাঈদের ছেলে ইয়াসিন আরাফাত (১৮), ড্যামুডা উপজেলার ড্যামুডা গ্রামের আব্দুল মতিনের ছেলে তাওহীদ (১৬), কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের মশিউর রহমানের ছেলে রকিব (১৬), গৌরনদী উপজেলার বার্থী গ্রামের কামাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১৬), ময়মনসিংহ সদর উপজেলার কাচারিবাজার গ্রামের আসলামের ছেলে আলী আজগর (১৬) এবং চন্দ্রগঞ্জ উপজেলার বিনোদনপুর গ্রামের শামসুল আলমের ছেলে মজিবুর রহমান (২৫)। 

জিএমপির বাসন থানার ওসি সানোয়ার জাহান বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরসহ শিবির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় গাড়িতে ইট ছুড়ে ভাঙচুর করে তারা। একপর্যায়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9