ছাত্রলীগের মারধরের প্রতিবাদ জবি ছাত্রদলের
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৮:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রসায়ন বিভাগের শিক্ষার্থী মুবাইদুর রহমানকে ছাত্রলীগ কর্মীদের মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে ছাত্রদল
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুবাইদুর রহমানের উপর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। আহত মুবাইদুর রহমান এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নৃশংস এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। তাদের উদ্বৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে।