বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে ছাত্রদল

লোগো
লোগো  © সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি, রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (০৫ অক্টোবর) এক গণমাধ্যমকে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

জুয়েল জানান, জুনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি করে দেওয়া হয়েছে। এ কমিটি বেশ কয়েকটি বৈঠক করেছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়ার বিষয়টি দেখভাল করছে। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে কর্মী সম্মেলন শেষ করা হয়েছে। কমিটির কাঠামোও চূড়ান্ত করা হয়েছে।

ছাত্রদলসূত্রে জানা গেছে, চলতি বছর দেশের প্রায় ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে কর্মী সম্মেলনের অপেক্ষায় রয়েছে আরও ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা সূত্র হতে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে ইতোমধ্যে কর্মী সম্মেলন শেষ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আরও পড়ুন: উপ-সচিব নেবে ইউজিসি, বয়স ৪৫ হলেও চলবে।

এ তালিকায় আরও রয়েছে- ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, আশা বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, শিগগিরই কমিটি দেওয়া হবে এগুলোয়। এ ছাড়া ধাপে ধাপে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটির দেওয়ার কথা ভাবছি আমরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু জানান, নতুন কমিটি করার লক্ষ্যে আগের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্প্রতি ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মী সম্মেলন করা হয়েছে। এগুলোর কমিটি চূড়ান্ত অবস্থায় রয়েছে। আরও ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মী সম্মেলন অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি, রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি নিয়ে আলোচনা-সমালোচনার শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড, উপাচার্য, সুশীলসমাজসহ সংশ্লিষ্ট অনেকেই এর প্রতিবাদে সরব হয়েছিলেন। এসব বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence