ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা হাজির কৃষিমন্ত্রীর বাসায়

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ PM
ইডেন কলেজের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা

ইডেন কলেজের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা © ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে গিয়েছেন ইডেন কলেজের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তারা মন্ত্রী পাড়ায় কাকরাইল মসজিদের বিপরীত পাশের গেইট দিয়ে প্রবেশ করেন।  ছাত্রলীগ নেত্রীরা এ সময় গণমাধ্যমকে দেখে দ্রুত ভেতরে চলে যান। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে তারা মন্ত্রীর বাসায়ই অবস্থান করছেন।

উল্লেখ্য, দুই পক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সাধারণ জনতা ছাত্রদলকে গণধোলাই দিয়েছে: সনজিত

বহিষ্কার হওয়ার মধ্যে রয়েছে- কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার।

বিজ্ঞতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, সেই সাথে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ও প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিত্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।

“সেই সাথে জানানো যাচ্ছে যে অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সাথে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্বকাপ ইস্যুতে নতি স্বীকার নয়, হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার
  • ১২ জানুয়ারি ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিসি ক্যামেরা থাকলেও থামছে না চুরি
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল বদলে দেবে যেসব প্রযুক্তি
  • ১২ জানুয়ারি ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩১ জানুয়ারি পর্…
  • ১২ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক…
  • ১২ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে পুলিশের পোশাক পরে ডাকাতি, যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9