চোখে দৃষ্টি নেই, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে জগন্নাথে সাদিক
- জবি প্রদায়ক
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ AM

শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। দুই শিফটে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিয়েছেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। তবে সবার মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাইফ আসফাক সাদিক। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও প্রবল ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন সাদিক। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করেন তিনি।
তিনি জানান, তার দৃষ্টিশক্তির সমস্যা শুরু হয় ২০২১ সালের মার্চ থেকে, যখন তিনি দশম শ্রেণিতে ছিলেন। তবে কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারেনি। এসএসসিতে ৪.৭৮ এবং এইচএসসিতে ৪.৪২ জিপিএ অর্জন করেন তিনি। তার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। তবে চিকিৎসকদের মতে, তার এই সমস্যার কোনো কার্যকর চিকিৎসা এখনো নেই।
জানা গেছে, শিক্ষার প্রতি অগাধ আগ্রহ ও সংকল্পের জোরে সাদিক রেকর্ডিং শুনে পড়াশোনা চালিয়ে গেছেন। তিনি নারায়ণগঞ্জের তুলারাম কলেজ ও জয় গোবিন্দ হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার বাবা শফিউল আলম ও মা আরিফা ইয়াসমিনের বড় সন্তান তিনি।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উপপ্রধান চিকিৎসক ডা. মিতা শবনম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আমাদের যথাসম্ভব সহায়তা করার চেষ্টা থাকে। সাদিকের মতো মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়াই আমাদের প্রত্যাশা। আজকের পরীক্ষায় একজন শ্রুতি লেখক তাকে সহায়তা করছেন, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।