বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

বিপিএল লোগো
বিপিএল লোগো  © সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও উৎসবের আমেজ নিয়ে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

এদিকে শুরুর দিকে ২৪ ডিসেম্বর ঢাকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। তবে নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় বিপিএল গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে খেলা শুরুর আগে ও পরে ছোট পরিসরে উদ্বোধনী আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম অংশ অনুষ্ঠিত হবে ম্যাচ শুরুর আগে। সেখানে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর সমবেত কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত, সঙ্গে থাকবে কোরআন তিলাওয়াত। পরে রেকর্ড ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দেখা যাবে ডে লাইট ফায়ারওয়ার্কস।

উদ্বোধনী ম্যাচ শেষে হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নেওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া গান পরিবেশন করা হবে ফুয়াদ আল মুকতাদিরের কোরিওগ্রাফি ও কম্পোজিশনে। প্রায় ৪৫ মিনিটের এই আয়োজন শেষে মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!