ক্ষুদে পরীক্ষার্থীদের নকল উৎসব, সহায়তায় বাবা-মা (ভিডিও)

২৭ নভেম্বর ২০১৯, ০৮:০০ PM

© টিডিসি ফটো

প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) শেষ দিনে গত রোববার গণিত পরীক্ষায় গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে অভিভাবকদের সহায়তায় নকলের উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় কেন্দ্রে থাকা দায়িত্বশীল সবাইকে নীরব ভুমিকায় দেখা গেছে।

বুধবার (২৭ নভেম্বর) পরীক্ষার নকলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীবকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চবিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে নকলের উৎসব বইছে। হল পরিদর্শকের সামনেই নকল দেখে লিখছিল শিক্ষার্থীরা। পরীক্ষার পরিদর্শকেরা ছিলেন নিবর ভূমিকায়। কেন্দ্র সচিবও যেন নির্বাক। কেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কোনো পদক্ষেপ নেননি। অভিভাবক ও শিক্ষকেরা ভালো ফলাফলের আশায় পরীক্ষা কেন্দ্রে নিজেরাই নকল সরবরাহ করেন।

কামালেরপাড়া এলাকার এক অভিভাবক মিজানুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রে যে যার মতো পারছে নকল দিচ্ছেন, আবার চলে যাচ্ছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে লেখাপড়ায় মান আরও কমে গিয়ে নকলের প্রবণতা বেড়ে যাবে। এতে ভালো শিক্ষার্থী আর মন্দ শিক্ষার্থীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কামালেরপাড়া উচ্চবিদ্যালয়ের এক স্কুলশিক্ষক জানান, নকলের প্রবণতা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, সরকারকে ভালো রেজাল্ট উপহার দিয়ে শিক্ষার মান বৃদ্ধি দেখাতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এই নকলের সঙ্গে জড়িত। তাদের কারণে আজ পরীক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এতে ভালো শিক্ষার্থীরা লেখাপড়া থেকে মুখ ফিরে নিবে।

তবে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শনের দায়িত্বে থাকা শিক্ষক আতিয়ার রহমান জানান, ‘নকল প্রতিরোধে আমরা চেষ্টা করছি। কিন্তু অভিভাবকরাই জোর করে নকল দিচ্ছেন।’

পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন-অর-রশিদ দাবি করেন, ‘চেষ্টা করেও পরিবেশ শান্ত করা যাচ্ছে না। আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে চেষ্টা করছি।’

সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রণে পরীক্ষা কেন্দ্র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হলে পদক্ষেপ নেওয়া হবে।

গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে আইটি প্রশিক্ষণ আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির
  • ১৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউতে প্রথমবারের মতো অ্যাথলেটস ডে-২০২৬ অনুষ্ঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদল সেক্রেটারির আনা দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন আসিফ
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও, পাঠদান ব্যাহত
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9