প্রাথমিকে নিয়োগ: এক পদের বিপরীতে লড়ছেন ১৫ হাজার

২০ জুন ২০১৯, ০৪:৪৯ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিতে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। অর্থ্যাৎ একজনের বিপরীতে ঢের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে প্রাথমিকের নিয়োগ যেহেতু জেলাভিত্তিক হয়, তাই কোথাও কোথায় এই প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি।

এমনই এক জেলা বরিশাল। নগরীর ভাটিখানা বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের একটি পদ শূন্য পদের বিপরীতে প্রায় ১৫ হাজার চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করছেন। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, সদর উপজেলায় ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ১৯৩টি সহকারী শিক্ষক পদের মধ্যে শুধুমাত্র নগরীর বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পদ শূন্য আছে। আগামীকাল শুক্রবার ১৫ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। তবে একজনকে নিয়োগ দেয়া হবে।

তবে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ আর মিজানুর রহমান বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও একবছর সময় লাগবে। এ সময়ের মধ্যে সদর উপজেলায় আরও কয়েকটি পদ শূন্য হওয়ার সম্ভবনা আছে। এসব শূন্যপদে পরীক্ষার্থীদের মধ্যে থেকে পূরণ করা হবে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদ উল্লেখ করার বিধান নেই। তাই এটি উল্লেখ করা হয়নি।

তথ্যমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশ থেকে ১৩ হাজার ১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগে জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে অধিদপ্তরকে ভাবতে হচ্ছে।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬