প্রাথমিকে প্রশ্নফাঁস: শহীদ মিনারে জড়ো হচ্ছেন কোটা আন্দোলনকারীরা

১৬ জুন ২০১৯, ১১:৩৪ AM

© টিডিসি ফটো

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুই ধাপের পরীক্ষায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ দেখিয়ে বেশ কিছুদিন যাবৎ সোচ্চার কোটা আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর ধারাবাহিকতয় পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচীর ঘোষণা অনুযায়ী প্রাথমিকের দুই ধাপের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে ইতোমধ্যে সংগঠনটির নেতা-কর্মীরা শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেছেন। আজ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হবে।

মানববন্ধনের ব্যাপারে সংগঠনটি বলছে, গত ২৪ মে, ২০১৯ (প্রথম ধাপ) এবং ৩১ মে ২০১৯ (দ্বিতীয় ধাপ) তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় ব্যাপক প্রশ্ন ফাঁস, অনিয়ম ও দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এসব বিষয় নিয়ে আমাদের সংগঠন আগ থেকে বেশ সোচ্চার। এর আগেও আমরা সাংগঠনিকভাবে এসব পরীক্ষা বাতিল চেয়ে আসছিলাম। আমাদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন, সচেতন নাগরিক সমাজও সোচ্চার হয়ে প্রতিবাদ করে আসছে। কিন্তু পরিতাপের বিষয়, বেশ কয়েকটি প্রতিবাদী মাবববন্ধন এবং সমালোচনা সত্ত্বেও এ বিষয়ে দৃষ্টিপাত করছেনা নিয়োগকারী কর্তৃপক্ষ।
ব্যানার

সংগঠনটি মনে করে, মূলত ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষার বৈধতা প্রদান, নৈতিকতার চরম অবক্ষয় বলে মনে করে সচেতন ছাত্র ও নাগরিক সমাজ। পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁস বিষয়টি দেশের শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ও হতাশাজনক। এমন ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী প্রজন্ম সঠিক শিক্ষার আলো হতে বঞ্চিত হবে তাতে কোন সন্দেহ নেই।

তাই প্রশ্নফাঁসের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্রুত বাতিল ঘোষণা করে অতি সত্ত্বর পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য সচেতন ছাত্র ও নাগরিক সমাজকে সাথে মানববন্ধনে আয়োজন করে সংগনঠটি। তারা মনে করছে, দেশের শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঠেকাতে ফাঁস হওয়া প্রশ্নের এই পরীক্ষা বাতিলের কোন বিকল্প নেই।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬