ভিডিও ভাইরাল

মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয় বাংলা’ স্লোগান

৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ PM
শিক্ষা সফরের বাসে স্লোগান

শিক্ষা সফরের বাসে স্লোগান © সংগৃহীত

পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা সফরে শিক্ষার্থীরা নিজেরাই এই ভিডিও করেন। তবে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে ভিডিওটি পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। অপরদিকে এ ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। জুলাই আন্দোলনের পক্ষে থাকা ছাত্র-জনতার অনেকে প্রতিবাদ জানিয়ে নানা পোস্ট করছেন।

জানা যায়, বুধবার সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষা সফরে যান পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। যাওয়ার সময় বাসে বসে একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার নাম উল্লেখ করে গানের সুরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের এ ভিডিও ধারণ করতে দেখা গেছে ভাইরাল ভিডিওতে। এরপর শুক্রবার সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছেন অভিভাবকরা। তাদের দাবি, বিগত সময় ও বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির দায়িত্বে থাকারা অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখিয়েছেন। যার ফলে নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থায়। নানা সময় শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরে এ অবস্থার পরিবর্তন হয়নি। আরও বেশি রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখা গেছে। কলেজ কর্তৃপক্ষের এসব কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যমূলক।

অভিভাবকরা আরও বলেন, আমাদের পক্ষে এ বিষয় শক্ত অবস্থান নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। তবে আমরা এটা চাই না। আমরা সন্তানদের কলেজে লেখাপড়া করতে পাঠাই।

এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬