এসএসসিতে আইসিটি পরীক্ষা হবে ২৫ নম্বরে বাংলায় বাদ গেল অনুবাদ, যুক্ত হলো সংবাদ লেখা

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা  © ফাইল ফটো

২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবি চেয়ারম্যান রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধনী জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

একই সঙ্গে আইসিটি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। ওই অংশের ১০ নম্বর যোগ করে বহুনির্বাচনী অংশের মোট নম্বর ২৫ করা হয়েছে। অর্থাৎ, আইসিটির পুরো পরীক্ষাই হবে ২৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নভিত্তিক।

এছাড়া ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

উল্লেখ্য, সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা পরবর্তী কার্যার্থে প্রেরণ করা হয়েছে এবং তা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ