৩৫ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় প্রধান শিক্ষকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের রাজকীয় বিদায়ে সিক্ত হলেন দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করা ফেনী সদর পৌরসভার জেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক। সোমবার (১১ আগস্ট) সকালে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মীরা।
জানা গেছে, ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালনের পর ২০০৬ সাল থেকে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি।
প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয়টির ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষককে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেয়া হয়। চারপাশের পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রাক্তন শিক্ষার্থী মাসুদ রানা পাটোয়ারী বলেন, তিনি ছিলেন আলোর পথপ্রদর্শক ও আদর্শ শিক্ষক, যার সততা, ত্যাগ ও নেতৃত্ব আজীবন প্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, ‘তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, স্যারের স্মৃতি ভোলার নয়। তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থল স্থায়ী হয়ে থাকবেন। তিনি চিন্তায় ও মননে ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ছিলেন রাজনৈতিক বা আঞ্চলিক দলাদলির ঊর্ধ্বে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিদায়ী সংবর্ধনায় মুজিবুল হক দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। ও ভবিষ্যতে শিক্ষাকার্যক্রম ও শিক্ষা উন্নয়নে প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।