‘আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে, আমার মা’— বাবাকে কড়া চিঠি লিখে চলে গেলেন স্কুলছাত্রী

প্রতীকী ছবি ও স্কুলছাত্রীর লিখা চিঠি
প্রতীকী ছবি ও স্কুলছাত্রীর লিখা চিঠি  © টিডিসি সম্পাদিত

মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন বাবা মো. আকবর হোসেন। বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী আফরিন আক্তার রিভা (১৫)। আত্মহত্যার আগে বাবাকে উদ্দেশ্যে করে একটি চিঠি লিখে যায় ওই ছাত্রী। পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো-

‌‘মো. আকবর হোসেন আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মত না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপমার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে, আপনি তাকে মা বলে ডাকবেন পারতেন আপনি মা বলে ডাকতে বলেন পারতেন।’

‘আমি দেখছি আমার মা আপনাকে কতটা ভালবেসেছে আর আপনি কতটা আঘাত দিসেন। আপনি ঔ মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তচনচ করে দিসেন। আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না।’

‘আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন ম্যামকে কে কি বলছে আমি কিন্তু জানি কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাওকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব।’

জানা গেছে, নিহত শিক্ষার্থী আফরিন আক্তার রিভা নওগাঁর মান্দা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। রিভার আত্মহত্যার পর বাবা ও সৎ মা পলাতক রয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীর বাবা আকবর হোসেন স্ব-পরিবারে উপজেলার প্রসাদপুর বাজারের পাশেই বড়পই গ্রামের ডা. আব্দুল সালামের বাসায় ভাড়া থাকতেন। গত দুই মাস আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর গত তিনদিন আগে রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তার মা বাড়ি থেকে চলে যাওয়ায় তার ছোট ভাই ও সে একা হয়ে পরে।

এরই মধ্যে শুক্রবার (২৫ জুলাই) রাতে রিভা তার রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে তার লাশ ফেলে বাবা ও সৎ মা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!