হাঁটু পানিতে চলছে ক্লাস, নেই কোনো স্থায়ী সমাধান

শ্রেণীকক্ষে পানিতেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থেীদের
শ্রেণীকক্ষে পানিতেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থেীদের  © টিডিসি ফটো

নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হাঁটু পানি মাড়িয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। আধুনিক যুগেও এমন দুর্বিষহ অবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ।

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও সুষ্ঠু পানি নিষ্কাশনের অভাবে বিদ্যালয় চত্বর থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত জমে গেছে হাঁটু সমান পানি। সেই জমে থাকা পানির মধ্যেই প্রতিদিন ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে একদিকে শিক্ষার পরিবেশ যেমন ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাসরুমে পানি থাকায় ঠিকমতো বসতে পারি না। পা ভিজে যায়, অনেক সময় কাপড়ও ভিজে যায়। এতে করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায় না। অনেকে ঠান্ডা-জ্বরে ভুগছে।’

অভিভাবকরা অভিযোগ করে জানান, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকা যেন একটি স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সমস্যার কোনো সমাধান মিলছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা মুহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘সমস্যাটি বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। প্রতিষ্ঠানটির এডহক কমিটিকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’

এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হারুন অর রশিদ পাপ্পু বলেন, ‘মুষলধারে বৃষ্টির কারণে ক্লাসরুমে পানি ঢুকেছে, এতে পাঠদানে ব্যাঘাত ঘটছে। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন। মূলত লালপুর বাজারের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!