মানিকগঞ্জের প্রাথমিক স্কুল

শিক্ষকের ক্লাস নিচ্ছেন দপ্তরী

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৭ PM
শিক্ষার্থীরা দাঁড়িয়ে আর দপ্তরি চেয়ারে বসে ক্লাস নিচ্ছেন।

শিক্ষার্থীরা দাঁড়িয়ে আর দপ্তরি চেয়ারে বসে ক্লাস নিচ্ছেন। © টিডিসি ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির কারণে ক্লাশ নেন দপ্তরী। গত বৃহস্পতিবার উপজেলার ভূমদক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এমন চিত্রই দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমত উল্লাহ।

ওই দিন সকাল সোয়া নয়টায় পরিদর্শনকালে তিনি দেখেন, সিঙ্গাইর উপজেলার ওই স্কুলের আট শিক্ষকের মধ্যে কেউই উপস্থিত ছিলেন না। পরিদর্শন বহিতে এ মন্তব্যও করেছেন ইএনও। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখে তিনি হতাশা প্রকাশ করেন। এ সময় দপ্তরির ক্লাস নেয়া এবং খালি চেয়ার টেবিলের ছবিও তোলেন তিনি। 

ভূমদক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৩০৩ এবং শিক্ষক রয়েছেন আট জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিবার সাংবাদিকদের বলেন, শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকবেন নয়টায়। আমি উপস্থিত হলাম সোয়া নয়টায়। গিয়ে দেখলাম প্রাক প্রাথমিকের ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের দপ্তরী। আট জনের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই। কয়েকজন আসলেন সাড়ে ৯টায়। কেউ আসলেন আরও পরে।

তিনি বলেন, পরিদর্শন রেজিস্টার খাতা পর্যালোচনা করে দেখতে পাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা নার্গিস আক্তার ও সহকারি শিক্ষা কর্মকর্তা মাহফুজা আক্তার গত ৪ মাস আগে ওই বিদ্যালয় পরিদর্শন করে গেছেন দায়সারাভাবে। এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন বলেন, শীতের কারণে বাচ্চারা স্কুলে দেরিতে আসে। তাই শিক্ষকদেরও একটু দেরি হয়েছে। এ ধরণের ভুল আর হবে না। শৃঙ্খলা বজায় থাকবে। 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬