বছরব্যাপী বিনামূল্যে দুধ পাবে ৩০০ বিদ্যালয়ের শিক্ষার্থী

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM

© সংগৃহীত

পুষ্টিহীনতার কারণে প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে। এজন্য তাদের পুষ্টিকর খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্কুল মিল্ক কর্মসূচির আওতায় দেশের ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে বছরব্যাপী টিফিনে দুধ খাওয়ানো হবে।

আজ রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় ১৫১ শিক্ষার্থীকে দুধ পান করানো হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি চলবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরব্যাপী বিনামূল্যে দুধ পান করানোর জন্য পাইলট কর্মসূচি নেওয়া হয়েছে। রোববার ৫০টি স্কুলে এ কর্মসূচি শুরু হয়েছে। ৬১ জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে টিফিনের সময় দুধ দেওয়া হবে। এ বছরের মধ্যেই অন্যান্য স্কুলে কর্মসূচি বাস্তবায়ন হবে।

তেজগাঁওয়ে স্কুল মিল্কের উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ভালো খাবার দরকার। এর মধ্যে অন্যতম প্রধান খাদ্য দুধ।

তিনি আরও বলেন, সরকারপ্রধান মেধাবী প্রজন্ম গড়তে শিক্ষার্থীদের ভালো খাবারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আলোকেই স্কুল মিল্ক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণিজ পুষ্টির জোগান পাবে, সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে। যার মাধ্যমে একটি মেধাবী জাতি গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের সুস্থ, সবল ও সুন্দরভাবে বেড়ে ওঠার নতুন অধ্যায় সংযোজন হবে; যা ভবিষ্যতে শিশুদের বিদ্যালয়ে আসতে অনুপ্রাণিত করবে। দরিদ্র অঞ্চলে স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।

ডিএমপির স্পেশাল আদালতে এক মাসে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইসিতে দ্বিতীয় দিনের প্রথমার্ধে আপিল শুনানি বৈধ ঘোষণা ২৭, বা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হলে কী করবে ইংল্যান্ড?
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হ…
  • ১১ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9