বিদেশে উচ্চশিক্ষার জন্য কোন ব্যাংকে, কীভাবে স্টুডেন্ট ফাইল ওপেন করবেন

২৮ আগস্ট ২০২২, ১০:২৪ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © টিডিসি ফটো

কোন নির্দিষ্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান ফি/টিউশন ফি দেওয়া, হোস্টেল/বাসা ভাড়া পাঠানোর জন্য বৈধ ও নিরাপদ উপায় হল ব্যাংক চ্যানেলের মাধ্যমে অর্থের লেন দেন করা- আর এজন্য ব্যাংকে স্টুডেন্টের নামে খোলা হয় বিশেষ এই একাউন্টস যার নাম স্টুডেন্ট ফাইল।

ব্যাংক স্টুডেন্ট ফাইল খোলার সময় আপনার অপশন অনেক। তবে যে সকল ব্যাংকের অনলাইন লেনদেনের ব্যবস্থা আছে তাদের এই ক্ষেত্রে বেশি পছন্দ করা হয়। আর ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলার সময় সেই ব্যাংকের এই ব্যাপারে কাজ করার অভিজ্ঞতা আছে কি না সেটা দেখে নেওয়া উচিত। আর তারা দ্রুত ও নিরাপদে টাকা ট্রানজ্যাক্ট করতে পারছে কি না সে বিষয়েও খোঁজ নিয়ে নিতে হবে।

আপনাদের সুবিধার্থে কিছু প্রচলিত ব্যাংকের তালিকা দেওয়া হল, তবে এই বিষয়ে বর্তমানে অনেক ব্যাংক অনেক ভালো কাজ করছে-

Brac Bank
City Bank
Eastern Bank
Commercial Bank of Ceylon
Standard Charterd Bank

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকলে কিভাবে শুরু করবেন

বেশ কয়েকটি সরকারি ব্যাংকেও আপনি স্টুডেন্ট ফাইল খুলতে পারবেন। তাই এই লিস্ট এর বাহিরেও আপনি অন্যান্য ব্যাংকগুলোতে গিয়ে ও অন্যান্য অপশন বিবেচনা করে আপনার পছন্দের ব্যাংক নির্বাচন করতে পারেন।

স্টুডেন্ট একাউন্টস খোলার সময় আপনি আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যাবেন। তারা আপনার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য দেখে শুনে স্টুডেন্ট ফাইল খোলার ব্যবস্থা গ্রহণ করবে। আপনি একটি ফর্ম পূরণের মাধ্যমে বিদেশে টাকা প্রেরণের আবেদন করবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস
সাধরণত এই স্টুডেন্ট ফাইল খোলার সাপোর্টিং ডকুমেন্টসের লিস্ট ব্যাংক থেকে ব্যাংক ভিন্ন হয়। নিচে প্রচলিত ডকুমেন্টসের একটি তালিকা দেওয়া হলঃ

১। এডমিশন লেটার
২। ২ কপি ছবি
৩। সকল সনদপত্র
৪। যেই ব্যাংক এ টাকা পাঠাবেন তার রিফান্ড পলিসি
৫। যেই বিষয় এ পড়বেন তার ব্যাপারে তথ্য, যেমন কত  Semester, কত দিন লাগবে পড়তে
৬। এমব্যাসি’র ভিসা Requirement পেজ, যেখানে টাকার পরিমান দেয়া আছে
৭। নতুন এবং পুরান পাসপোর্ট এবং তার ফটোকপি
৮। জাতীয় পরিচয় পত্র
৯।  একজন নমিনির জাতিয় পরিচয় পত্র এর ফটোকপি
১০।নমিনির নামে বিলের (বিদ্যুৎ, গাস) কপি, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকুরীজীবী হলে সেলারি সার্টিফিকেট এর ফটোকপি
১১।নমিনির ১ কপি ছবি

একেক ব্যাংকে একেক ডকুমেন্টস চায়, তাই যে ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করবেন সে ব্যাংকের ওয়েবসাইট অথবা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবেন।

ফি ও চার্জ
ফি ও চার্জ ব্যাংক ভেদে ভিন্ন ভিন্ন হয়। নমুনাস্বরুপ ইস্টার্ন ব্যাংক লিঃ (ইবিএল) এর ফি ও চার্জ নিম্মে দেওয়া হল।

শিক্ষার্থী ফাইল খোলা ফি: সার্কভূক্ত দেশগুলোর জন্য ৪,৫০০ টাকা; নন সার্কভূক্ত দেশগুলোর জন্য ৫,৫০০ টাকা।
স্টুডেন্ট ফাইল নবায়ন ফি: সার্কভূক্ত দেশগুলোর জন্য ৩,৫০০ টাকা; নন সার্কভূক্ত দেশগুলোর জন্য ৪,৫০০ টাকা।
রেমিট্যান্স চার্জ: ব্যাংকের নিয়ম অনুযায়ী।
 

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9