ফেসবুক ফেলোশিপে পিএইচডি, দেয়া হবে ৪ লাখ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১২:৪৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২২, ০১:০১ AM
ফেসবুক ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩-এর জন্য আবেদন গ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। এই প্রোগ্রামটি পিএইচডি অধ্যয়নরত যে কোন বছরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামটি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ক্ষেত্রে উদ্ভাবনী এবং প্রাসঙ্গিক গবেষণায় নিয়োজিত ডক্টরাল শিক্ষার্থীদেরকে উত্সাহিত এবং সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা ডক্টরাল ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করতে উৎসাহিত করা হয়।
এই ফেলোশিপ প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের একটি শীর্ষ-শ্রেণীর সংস্থায় অন্তর্ভুক্ত করে থাকে। যা শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি করে। ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে সারাবিশ্ব থেকে প্রচুর শিক্ষার্থী নির্বাচিত করা হয়। যারা তাদের গবেষণা কাজের জন্য সুবিধা পায়। এছাড়াও ফেসবুক ফেলোশিপ প্রোগ্রাম এবং ইমার্জিং স্কলার অ্যাওয়ার্ডস-এর অধীনে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ থাকে ।
ফেসবুক ফেলোশিপের সুবিধা:
এটি একটি সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপ প্রোগ্রাম। যার মাধ্যমে ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের বেতন , টিউশন ফি, জীবনযাত্রা এবং সম্মেলন ভ্রমণের খরচ বাবদ প্রায় ৪ লাখ টাকা বা ৪২ হাজার ইউরো বার্ষিক উপবৃত্তি পাবে। যা একাডেমিক বছর (দুই বছর) পর্যন্ত প্রদান করা হবে।
গবেষণার বিষয়সমূহ:
1. AI System HW SW Co-Design
2. Applied Statistics
3. AR/VR Computer Graphics
4. AR/VR Future Technologies
5. AR/VR Human Computer Interaction
6. AR/VR Human Understanding
7. AR/VR Photonics and Optics
8. AR/VR Wireless
9. Audio Presence
10. Augmented Reality Audio
11. Database Systems
12. Computational Social Science
13. Distributed Systems
14. Economics and Computation
15. Human-Computer Interaction – social media, People, & Society
16. Networking
17. Privacy and Data Practices
18. Programming Languages
19. Security and Privacy
20. Technology Policy Research.
যোগ্যতাসমূহ:
• আবেদনকারীকে অবশ্যই ফুল-টাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
• একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত হতে হবে ।
• আবেদনকারী যে কোনো জাতীয়তার হতে পারবে।
• আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।
• আবেদনকারী যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
আবেদন করতে এবং নির্দেশাবলী পড়তে ক্লিক করুন