স্নাতক পড়ুন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে, উপবৃত্তি ৩০ লাখ টাকা
- শাহাদাত বিপ্লব
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৩:২৩ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ০৩:২৩ PM
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন (ইউডব্লিউএ)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ জুলাই।
পড়ুন ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; লাগবে না টিউশন ফি
‘ইউডব্লিউএ গ্লোবাল এক্সিল্যান্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের ৪ বছর ও ৩ বছর মেয়াদী স্নাতক কোর্সের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। স্নাতকে ৪ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ৪৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া ৩ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ৩৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা।
শিক্ষার্থীরা স্নাতকে মেডিসিন, ফার্মেসি, ডেন্টাল মেডিসিন বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসটি রাজ্যের রাজধানী পার্থ এ অবস্থিত।
আরও পড়ুন বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বৃত্তি দেবে ভারত
সুবিধাসমূহ:
* স্নাতকে ৪ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ৪৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
* এছাড়া ৩ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ৩৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা।
আবেদনের যোগ্যতা:
* স্কলারশিপের আবেদন করতে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* প্রোগ্রামভেদে শর্তাবলীর ভিন্নতা রয়েছে। সেগেুলো পূরণ করতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৭ স্কোর পেতে হবে।
* আবেদন ফি বাবদ ১৬০ অস্ট্রেলিয়ান ডলার দিতে হবে যা প্রায় ১১ হাজার বাংলাদেশী টাকা।
প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক পেপারস।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আবেদনকারীর সিভি।
* আইএলটিএস/পিটিই/টোয়েফল স্কোর (একাডেমিক)।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।