স্টেম বৃত্তি নিয়ে পড়ুন যুক্তরাজ্যে

স্টেম স্কলারশিপ
স্টেম স্কলারশিপ  © সংগৃহীত

নারী শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করতে পারবেন। আবেদনের সময় ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল।

পড়ুন মার্চে শেষ হচ্ছে যেসব স্কলারশিপের সময়সীমা

‘ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম’ এর আওতায় টিউশন ফি প্রদান করা হবে। এছাড়াও মাসিক উপবৃত্তি, ভ্রমণ খরচ, ভিসা ও স্বাস্থ্যবীমাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

স্টেম বলতে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস বিভাগকে বোঝানো হয়েছে। এসব বিষয়ে নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করতে পারবেন।

ইউনেসকোর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মাত্র ৩০ শতাংশ নারী শিক্ষার্থী গবেষণা ও উচ্চশিক্ষার জন্য স্টেম বিষয়গুলো বেছে নেন। এ কারণে ব্রিটিশ কাউন্সিলের এ স্কলারশিপের লক্ষ্য হল নারীদের জন্য উচ্চশিক্ষার হার বৃদ্ধি করা।

আরও পড়ুন টিউশন ফি ছাড়াই পড়ুন থাইল্যান্ডের সিরিন্দহর্ন বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি প্রাদন করা হবে।
* ভ্রমণ খরচ প্রদান করা হবে।
* স্বাস্থ্যবীমা।

আবেদনের যোগ্যতা:

* নারী শিক্ষার্থী হতে হবে।
* নির্ধারিত দেশের নাগরিক হতে হবে।
* যুক্তরাজ্যর নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* এর আগে যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন শিক্ষার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* কাজের অভিজ্ঞতা।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* মনোনীত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার।
* পার্সোনাল স্টেটমেন্ট বা এসওপি।
* রেকমেন্ডেশন লেটার।
* ইংরেজি দক্ষতার সনদ।
* পাসপোর্টের কপি।

আবেদন প্রক্রিয়া:

এ বৃত্তির জন্য চুক্তিবদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা কোর্স অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে সাধারণত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিলের মধ্যে হয়ে থাকে। এই বৃত্তির জন্য আবেদনের সময় মনোনীত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির জন্য পাঠানো শর্তহীন অফার লেটারের পাশাপাশি একটি অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। যার মধ্যে শিক্ষার্থীর পূর্ববর্তী অভিজ্ঞতা ও বৃত্তির সম্পর্কে তথ্য প্রদান করতে হয়। পরে একটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

 


সর্বশেষ সংবাদ