আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, আবেদন শেষ ৩০ জুন

সানি আর্ট প্রাইজ
সানি আর্ট প্রাইজ  © সংগৃহীত

আর্ট প্রতিযোগীতার আয়োজন করেছে আর্ট কাউন্সিল ইংল্যান্ড। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন।

পড়ুন পেইন্টিং করে জিতুন ৬ হাজার পাউন্ড

‘সানি আর্ট প্রাইজ’ এর আওতায় ১ম স্থান অর্জনকারী শিল্পীকে ৩ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার টাকা। এছাড়াও মোট ৩ জনকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। এছাড়াও বিজয়ীদের জন্য রয়েছে চীনে এক মাস অবস্থান করার সুযোগ।

এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতার একটি। প্রতি বছর মোট ৩০ জন শিল্পী বাছাই করা হয়। এর মাঝে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাছাইকৃত সকল শিল্পীরই লন্ডনের সানি আর্ট সেন্টারে তাদের কাজ প্রদর্শনের সুযোগ রয়েছে।

সানি আর্ট সেন্টার একটি মর্যাদাপূর্ণ শিল্প প্রতিষ্ঠান যেখানে সমসাময়িক শিল্পীদের শিল্পকর্মের অসাধারণ সংগ্রহ রয়েছে।

সুযোগ সুবিধাসমূহ

* প্রথম পুরস্কার হিসেবে ৩ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার টাকা।
* দ্বিতীয় পুরস্কার হিসেবে ২ হাজার পাউন্ড প্রদান করা হবে।
* তৃতীয় পুরস্কার হিসেবে ১ হাজার পাউন্ড প্রদান করা হবে।
* লন্ডনে একটি পাবলিক একক প্রদর্শনী।
* লন্ডনে একটি গ্রুপ প্রদর্শনী।
* চীনে এক মাসের বসবাসের সুযোগ।
* চীনে একটি গ্রুপ শো।

এছাড়া বাকী ২৭ জন বাছাই করা শিল্পীও লন্ডনের সানি আর্ট সেন্টারে একটি গ্রুপ প্রদর্শনীতে অংশ নেবেন৷ এই ২৭ জনের মধ্যে থেকে ৭ জন শিল্পীকে বিজয়ী ৩ জনের সাথে চীনে বিভিন্ন গ্যালারিতে তাদের কাজ প্রদর্শনের জন্য নির্বাচিত করা হবে।

যোগ্যতা:

* কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
* সমস্ত ২ডি কাজ যেমন পেইন্টিং, অঙ্কন, প্রজেক্ট করা ভিডিও (চলমান ছবি এবং ইনস্টলেশন সহ) সর্বোচ্চ ১২০x১২০সিএম হতে হবে।
* সমসাময়িক সমস্যার বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে।
* আবেদন ফি হিসেবে ২৫ পাউন্ড প্রদান করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। https://www.sunnyartcentre.co.uk/artprize/apply/ বিস্তারিত পড়ুন। https://www.sunnyartcentre.co.uk/artprize/


সর্বশেষ সংবাদ