রোমানিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপে পড়ার সুযোগ

২৪ মার্চ ২০২১, ১১:১৪ AM

© টিডিসি ফটো

রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটি অফ ব্রাভভতে সম্পূর্ণ অর্থায়নে ২০২১ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ বাদে যেকোন দেশের নাগরিকগণ ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সুযোগ সুবিধাসমূহ

  • টিউশন ফি (রেজিস্ট্রেশন এবং স্নাতক ফি সহ) সম্পূর্ণ বিনামূল্যে।
  • বিশ্ববিদ্যালয় বিনামূল্যে আবাসন সুবিধা (অবকাশ ছুটি বা ছুটি সহ)।
  • এছাড়াও ৮০০ ইউরো বা ১৭০ ডলারের মাসিক উপবৃত্তির সুবিধা ( ছুটি বা ছুটি সহ)।
  • শিক্ষার্থী কেবল রোমানিয়া ভ্রমণ এবং ভিসার ব্যয় বহন করবে।

আবেদনের যোগ্যতা

  • ইউরোপিয়ান ইউনিয়ইন ভুক্ত দেশ বাদে যেকোন দেশের নাগরিকগণ আবেদন করতে পারবেন।
  • শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্স থাকতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ নন-ইইউ ভুক্ত সকল দেশ।

আবেদন করতে যা যা লাগবে

  • সিভি
  • মোটিভেশনাশ লেটার
  • তিনটি রিকমেনডেশন লেটার

আবেদন পদ্ধতি

অবশ্যই ইংরেজিতে এবং পিডিএফ ফরম্যাটে সমস্ত নথি জমা দিতে হবে এবং অসম্পূর্ণ ফাইল গ্রহণ করা হবে না। 

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২১।

আবেদন লিঙ্ক : https://tas.unitbv.ro/?page_id=4

আবেদনের বিস্তারিত : https://tas.unitbv.ro 

দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬