স্কলারশিপ নিয়ে পড়ুন কাতারে, আবেদন ১৫ জানুয়ারি পর্যন্ত

১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ PM
গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপে কাতারে পড়াশোনা করতে আবেদন করুন খুঁটিনাটি জেনে

গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপে কাতারে পড়াশোনা করতে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

নিরাপত্তা, শিক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে কাতার আজ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষায় উৎকর্ষতার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রতিভাবান আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রতি বছরই কাতারের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন পূর্ণ ও আংশিক স্কলারশিপ প্রদান করে থাকে। তেমনই একটি মর্যাদাপূর্ণ বৃত্তি হলো দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ প্রদত্ত “গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ”। 

বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সব ধরনের টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়াও উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও বিমান খরচ দেয়া হবে। এসব বৃত্তি দেয়া হবে মেধার ভিত্তিতে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

সুযোগ সুবিধা

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ একটি সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ। দুইটি ক্যাটাগরিতে স্কলারশিপটি দেওয়া হয়। যেমন: ‘তামিম’ ও ‘সানাদ’।

তামিম স্কলারশিপ (Tamim Scholarship)

*মেধার ভিত্তিতে দেওয়া হবে;

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ;

*বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা;

*মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা;

সানাদ স্কলারশিপ (SANAD Scholarship)

*আর্থিক প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য;

*টিউশন ফি ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ;

*আবাসন, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা;

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

অধ্যয়নের বিষয়

*পাবলিক পলিসি;

*রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক;

*অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি;

*মিডিয়া স্টাডিজ;

*দর্শন, ভাষাতত্ত্ব ও আরবি লেক্সিকোগ্রাফি;

*সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান;

*সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা;

*নিরাপত্তা অধ্যয়ন;

*সামাজিক কাজ;

*তুলনামূলক সাহিত্য;

*পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও এক্সিকিউটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন;

আরও পড়ুন: স্কলারশিপে মাস্টার্স-পিএইচডিতে পড়ুন চীনের চংকিং ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৫.৫ পেতে হবে;

*বিভাগভেদে বিভিন্ন যোগ্যতার মানদণ্ড ওয়েবসাইটে দেয়া আছে;

*কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজনীয়তা নেই;

প্রয়োজনীয় নথিপত্র

১. পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

২. স্নাতক  ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট;

৩. বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;

৪. দুইটি রেফারেন্স লেটার;

৫. জীবনবৃত্তান্ত (সিভি);

৬. ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

৭. অ্যাকাডেমিক প্রশংসাপত্র;

আরও পড়ুন: মেক্সট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9