শিক্ষাবৃত্তি দেবে আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট, আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট  © টিডিসি সম্পাদিত

আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষে (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১৫০ শিক্ষার্থীকে এক বছরের জন্য বৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

বৃত্তির পরিমাণ: প্রতিমাসে ৫,০০০ টাকা করে ১২ মাসে ৬০,০০০ টাকা;

দরকারি কাগজপত্র—

১. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদপত্রের ফটোকপি;

২. প্রত্যয়নপত্র;

৩. অভিভাবকের আয়ের সনদের ফটোকপি;

৪. আবেদনপত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর;

৫. এইচএসসির মার্কশিটের ফটোকপি;

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্লিপের ফটোকপি;

৭. প্রতিবন্ধী সনদপত্র (যদি থাকে);

আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ, থাকছে ভাতা-আবাসনসহ নানা সুবিধা

আবেদন যেভাবে—

রেজিস্ট্রারের অফিসে ২০৭ (খ) বৃত্তি শাখা থেকে সংগ্রহ করতে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট du.ac.bd থেকে আবেদনপত্র  ডাউনলোড করতে পারবেন। সংযুক্ত প্রোফর্মা অনুযায়ী আবেদনপত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলসহ রেজিস্ট্রারের অফিসে ২০৭ (খ) নম্বর কক্ষে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ