এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে হামীম গ্রুপ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০১৯, ১১:০৩ AM , আপডেট: ০৮ মে ২০১৯, ১১:০৩ AM
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের প্রাক্তন শিক্ষক এস এম ফরহাদের নামে বৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে হা-মীম গ্রুপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সাল থেকে ঢাকা বোর্ডের আওতায় শিক্ষার্থীদের ‘প্রফেসর এস এম ফরহাদ’ বৃত্তি প্রদান করা হবে। প্রতি বছর ফরিদপুর জেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুজনকে এ বৃত্তি দেওয়া হবে।
প্রাথমিকভাবে এককালীন এ অর্থের পরিমাণ হবে ৫০ হাজার টাকা। সবোর্চ্চ নম্বরধারী একাধিক শিক্ষার্থী হলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘প্রফেসর এস এম ফরহাদ স্কলার’ হিসেবে অভিহিত করা হবে।