বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক, মাসে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার

বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক
বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক। নির্বাচিক শিক্ষার্থীরা এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাবেন। বৃত্তির সুযোগ নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ‘মেধাবিকাশ উদ্যোগ-২’ এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। মেডিকেল শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার করে বৃত্তি পাবেন।

ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সহজ নয়। এই সাফল্যের জন্য তোমাদেরকে সারা বছর মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হয়েছে। পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তোমার এগিয়ে যাওয়ার পথে এখন কি অর্থনৈতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে? 

আরও বলা হয়েছে, মেধাবিকাশ উদ্যোগ-২ দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেমে না যায়। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা। 

শিক্ষার্থী নির্বাচন মানদণ্ড
ক. শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

খ. শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছ্বল পরিবার থেকে হতে হবে।

গ. শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।

ঘ. ব্র্যাক এর যেকোন কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যবৃন্দের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। 

ঙ. শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্র্যাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং উন্নয়নের বাইরে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।

বৃত্তির পরিমাণ
নির্বাচিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার ও মাসিক সাড়ে ৭ হাজার টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার ও মাসিক ৭ হাজার টাকা বৃত্তি পাবেন।

আরও পড়ুন: আপনার-আমার চাকরি খেয়ে ফেলবে এআই: সতর্কবার্তা ফাইভার সিইওর

আবেদন প্রক্রিয়া
আপনি কেন নিজেকে বৃত্তিটি পাওয়ার যোগ্য মনে করেন, এই বিষয়ে ২৫০ শব্দের একটি অনুচ্ছেদ লিখুন। উক্ত অনুচ্ছেদটি আবেদনপত্র হিসেবে বিবেচিত হবে।
আবেদনের নিয়মাবলী

ক. আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তির সময় জমাকৃত অর্থের রশিদের ফটোকপি জমা দিতে হবে।

খ. আবেদনকারীর জন্মনিবন্ধন জাতীয় পরিচয়পত্র এসএসসি এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার ফলাফল, অভিভাবকের পেশা, আয়কর সনদ আয়ের সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন, ২০২৫

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ