উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে আগা খান ফাউন্ডেশন

২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৫ AM
আগা খান স্কলারশিপ

আগা খান স্কলারশিপ

স্কলারশীপ ছেড়েছে বিশ্ববিখ্যাত সংস্থা আগা খান ফাউন্ডেশন। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের স্নাতকোত্তর গবেষণার জন্য প্রতি বছর এই স্কলারশিপ দিয়ে থাকে সংস্থাটি। স্কলারশীপ পাওয়ার মানদণ্ড হিসেবে একাডেমিক রেজাল্ট, প্রকৃত অর্থে আর্থিক অস্বচ্ছলতা এবং বিশ্ববিদ্যালয় বা গবেষণার প্রোগ্রামে ভর্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আবেদনের সময়: আবেদন জমা দেওয়ার জন্য সময় ৩১ মার্চ, যদিও কিছু দেশে অভ্যন্তরীণ সময়সীমাগুলো বাছাই প্রক্রিয়া এবং পর্যালোচনা করার জন্য আগে হতে পারে।

আগা খান ফাউন্ডেশন (বাংলাদেশ): প্রাক আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৮ মার্চ,২০১৯ ; সম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৯

আগা খান ফাউন্ডেশন (ভারত): আবেদনপত্র বিতরণের শেষ তারিখ: ১৫ মার্চ,২০১৯ (সন্ধ্যা ৭ টা আইএসটি) ; সম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ: মার্চ, ২০১৯ (বিকাল ৫ টা আইএসটি)

আগা খান ফাউন্ডেশন (পাকিস্তান): প্রাক আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ মার্চ,২০১৯ (বিকাল ৫টা আইএসটি); সম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৯ (বিকাল ৫ টা আইএসটি)

আগা খান ফাউন্ডেশন(পর্তুগাল): সম্পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ মার্চ, ২০১৯

সুযোগ-সুবিধাসমূহ
টিউশন ফি ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচ বহন করবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য শুধু প্রথম দুই বছরের জন্য স্কলারশীপ দেয়া হবে।
ছাত্রদের চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
ফাউন্ডেশন নিম্নলিখিত দেশগুলোর নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, সিরিয়া, মিশর, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, মাদাগাস্কার এবং মোজাম্বিক। ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে।

আবেদন পদ্ধতি: শিক্ষার্থীরা প্রতি বছর ১ লা জানুয়ারী আগা খান শিক্ষা সেবা  অফিস থেকে  আবেদনপত্র গ্রহণ করতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। https://www.akdn.org/our-agencies/aga-khan-foundation/international-scholarship-programme


আবেদন করতে যোগযোগ করুন: আগা খান ফাউন্ডেশন (বাংলাদেশ)
২৮, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ ফোন: +88-09606111000
মেইল: akf.bangladesh@akdn.org
প্রসঙ্গত, আবেদন ফরমের জন্য আগ্রহী প্রার্থী উপরোক্ত ই-মেইলে (akf.bangladesh@akdn.org) মেইল করতে বলা হয়েছে।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬