স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সঙ্গে থাকছে ২৯ লক্ষাধিক টাকা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়  © প্রতীকী ছবি

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ প্রদান করছে। উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অনেক দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন। 

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;

*জীবনযাত্রার ব্যয় মেটাতে উপবৃত্তি হিসেবে ১৯ হাজার ২৩৭ ইউরো পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লক্ষ ৩৪ হাজার ৪৮৮ টাকা) দেবে; 

*ইউরোপীয় সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তরে নির্ধারিত বিষয়ে আবেদন করতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

*তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে;

*কোর্স শেষে দেশের ফিরে যেতে ইচ্ছুক থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ১০০ পেতে হবে। অথবা, 
  আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর তুলতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। যেহেতু কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা। তাই আবেদনকারীকে পছন্দের কোর্সে আবেদনের সময়সীমা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

আবেদন করতে এবং সময়সীমা জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ