স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন সিঙ্গাপুরে

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন সিঙ্গাপুরে
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন সিঙ্গাপুরে  © সংগৃহীত

সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে। নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি বিশ্বের নানা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫–৩০ এর মধ্যে জায়গা করে নেয়। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

"নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৫" এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

সুযোগ-সুবিধা
*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
*জীবনযাপন ভাতা হিসেবে বছরে শিক্ষার্থীরা সাড়ে ৬ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করবে।
*বাসস্থান ভাতা হিসেবে ২ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করবে।
* এর বাইরেও বেশ কিছু সুযোগ-সুবিধা মিলবে এই স্কলারশিপে।

আবেদনের যোগ্যতা
* আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
* সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* প্রার্থীর মধ্য অবশ্যই নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলি থাকতে হবে।
* ৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে;
* রিকমেন্ডেশন লেটার।

আরও পড়ুন: এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন?

সাক্ষাৎকার
শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। এ স্কলারশিপের সাক্ষাৎকার ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence