স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, নেই টিউশন ফি

১০ মার্চ ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফল সেমিস্টার-২০২৪ এ ২ বছর মেয়াদি স্নাতকোত্তর ও ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাইস্ট)। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫শে মার্চ, ২০২৪।

বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ কোরিয়ার দেজন শহরে অবস্থিত। বিজ্ঞান ও প্রযুক্তির অত্যাধুনিক গবেষণার জন্য বিখ্যাত এই  প্রতিষ্ঠানকে এশিয়ার এমআইটিও বলা হয়ে থাকে। প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের তত্ত্বাবধানে শেখার সুযোগ রয়েছে কাইস্টে। 

সুযোগ-সুবিধা
* টিউশন ফি মওকুফ।
* স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করবে। 
* মেডিকেল ইনস্যুরেন্স।
* রিসার্চ অ্যাসাইনমেন্টের জন্য বাড়তি আর্থিক সহায়তা।

আবেদনের যোগ্যতা
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তরে আবেদন করার জন্য শিক্ষার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তরে বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* কোরিয়ান নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। যেমন: আইএলটিএস ৬.৫, টোফেল ৮৩, টোইআইসি ৭২০ ও টিইপিএস ৩২৬

স্কলারশিপ নিয়ে পড়ুন ইন্দোনেশিয়ার ৭২ বিশ্ববিদ্যায়ের একটিতে

প্রয়োজনীয় কাগজপত্র 
* সিভি।
* জাতীয় পরিচয়পত্র।
* পাসপোর্টের কপি।
* অ্যাপ্লিকেশন ফরম।
* মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি।
* মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র।
* ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট।
* দুটো রেকমেন্ডেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।
* ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট।
* স্টেটমেন্ট অব পারপাস।
* কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।
* নিয়োগকারীর লিখিত প্রমাণ।
* এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজ সার্টিফিকেট।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যা যা দরকার হবে

উল্লেখ্য, আবেদনের সব কাগজপত্র ইংরেজি কিংবা কোরিয়ান ভাষায় জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া
কাইস্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। ফরমটি পূরণ করা হলে তা প্রিন্ট করে অন্য সব ডকুমেন্টের হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। 

অফিশিয়াল ওয়েবসাইট

ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ
  • ২২ জানুয়ারি ২০২৬
সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬