পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সরকার 

পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সরকার 
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সরকার   © সংগৃহীত

প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল থেকে ২০২৪ সালের পিএইচডি বৃত্তি প্রদান করা হবে। দেশের বিশ্ববিদ্যালয়/গবেষণাপ্রতিষ্ঠান হতে নীতিমালায় উল্লিখিত বিষয়সমূহে পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনের শেষ সময় ৩১ মার্চ।

 বিষয়সমূহ: 
* অর্থনীতি/সামাজিক বিজ্ঞান। 
* জীববিজ্ঞান। 
* ফার্মেসি, চিকিৎসাবিজ্ঞান ও কমিউনিটি মেডিসিন। 
* ভৌত বিজ্ঞান। 
* প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান।
* তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 
* খাদ্য, কৃষি ও সমুদ্রবিজ্ঞান। 
* কলা/মানবিক। 
* বাণিজ্য। 
* আইন। 
* জলবায়ু ও পরিবেশবিজ্ঞান এবং 
* মহাকাশবিজ্ঞান।

শর্তাবলীঃ- 

* আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর।

* বিশেষ ক্ষেত্রে গবেষণার মেয়াদ সর্বোচ্চ ০৪ বছর পর্যন্ত বৃদ্ধি করা হলেও বৃত্তির মেয়াদ ০৩ বছরেই সীমাবদ্ধ থাকবে। তত্ত্বাবধায়ককে গবেষণা কার্য সমাপ্তির পর এককালীন সম্মানী প্রদান করা হবে। একাধিক তত্ত্বাবধায়কের ক্ষেত্রে এককালীন সম্মানী ভাতা ৬০: ৪০ হারে ভাগ করে প্রদান করা হবে।

* প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট (pmo.gov.bd এবং shed.gov.bd) হতে নীতিমালা এবং আবেদনপত্রের ফরম ডাউনলোড করা যাবে।

* আবেদনকারীকে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও মার্কশিটসমূহের সত্যায়িত কপিসহ আবেদনপত্র রেজিস্ট্রিকৃত ডাকযোগে ৩১/০৩/২০২৪ তারিখের মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপরে অবশ্যই ‘প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল পিএইচডি বৃত্তি আবেদন’ লিখতে হবে।

আবেদন জমা প্রদানের ঠিকানা: ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন–৩), কক্ষ নং–২০৬, প্রশাসনিক ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!