স্কলারশিপ নিয়ে বিনা খরচে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়ায়

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’র আবেদন চলছে

‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’র আবেদন চলছে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনামূল্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে অধ্যায়নের সুযোগ পাবেন।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার এয়ার টিকিট।
* বসবাসের জন্য যাবতীয় খরচ।
* অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা।
* হেলথ ইন্সুরেন্স।
* কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও রয়েছে।

যোগ্যতা ও শর্তসমূহ
* বয়স কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না।
* অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সঙ্গে বিবাহ/ এনগেজড হওয়া যাবে না।
* মিলিটারি সার্ভিসে কর্মরত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
* আপনি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন, অবশ্যই তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া পূরণ হতে হবে।

ইংরেজিতে ন্যূনতম যোগ্যতা: আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫, ইন্টারনেট ভিত্তিক টোয়েফল স্কোর সব বিষয়ে ন্যূনতম ২১ ও পিটিই একাডেমিক স্কোর ন্যূনতম ৫৮ (যোগাযোগ দক্ষতায় ৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়)। স্কোর আবেদনের সঙ্গে জমা দেওয়া আবশ্যক।

আরো পড়ুন: মাধ্যমিকে শিক্ষার্থীদের ভর্তিতে অর্থ সহায়তা দেবে সরকার, চলছে আবেদন

নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুদের থেকে কমপক্ষে ৫.৫ (বা সমতুল্য টোয়েফল বা পিটিই স্কোর) সমেত আইইএলটিএস স্কোর জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বৃত্তির জন্য নির্বাচিত হলে, তাদের প্রাসঙ্গিক অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের ইংরেজি ভাষার দক্ষতা ভর্তির প্রয়োজনে পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন- https://australiaawardsbangladesh.org/opportunities/ লিংকে। বিস্তারিত জানতে ক্লিক করুন- https://australiaawardsbangladesh.org/?fbclid=IwAR2GJX3R9f4wjwzzFjtFhoUXMI5QAGSLJmC6ev6SmT-WtMNwlNlGbBrOT74 লিংকে

কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬