শিক্ষার্থীদের ভিসা দিতে যেসব কড়াকড়ি আনছে অস্ট্রেলিয়া

১১ ডিসেম্বর ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

অভিবাসী সংখ্যা কমিয়ে আনতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে স্বল্প দক্ষ কর্মীদের ব্যাপারেও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার (১১ ডিসেম্বর) ভিসা নীতির বিষয়ে এ তথ্য জানিয়েছে দেশটি। আগামী দুই বছরের মধ্যে ভঙ্গুর অভিবাসী সমস্যা সমাধানে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সিদ্ধান্তে দেশটিতে অভিবাসী অর্ধেকে নেমে আসবে। খবর রয়টার্সের।

নতুন নীতির আলোকে একজন বিদেশি শিক্ষার্থীকে ইংরেজিতে অধিক নম্বর অর্জন করতে হবে। অর্থাৎ আইএলটিএস-এ একজন শিক্ষার্থীকে বর্তমানের তুলনায় আরও অধিক নম্বর পেতে হবে। এছাড়া প্রথমবার অস্ট্রেলিয়ায় আবেদন করে বাতিল হলে দ্বিতীয়বার আবেদন করলে তার আবেদন যাচাই-বাছাইয়ে অধিক সময়ক্ষেপণ হবে বলেও জানিয়েছে দেশটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ায় মোট অভিবাসী প্রবেশ করেছে ৫ লাখ ১০ হাজার। দেশটির সরকার আশা করছে, নতুন পদক্ষেপের ফলে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালের মধ্যে এই সংখ্যা প্রায় এক-চতুর্থাংশে নেমে যাবে, যা কোভিড মহামারির ঠিক আগের সময়ের অভিবাসীর সংখ্যার কাছাকাছি। 

এ বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল সাংবাদিকদের বলেছেন, ‘এই কৌশল আমাদের দেশে অভিবাসী গ্রহণের পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনবে। এটি কেবল অভিবাসীর সংখ্যা, নির্দিষ্ট কোনো সময় বা আমাদের দেশে বর্তমানে অভিবাসীদের কারণে কী সমস্যার মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে নয়; এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের প্রশ্ন।’ 

ক্লেয়ার ও’নেইল জানান, ২০২২-২৩ সালে অভিবাসী হিসেবে যারা অস্ট্রেলিয়াতে প্রবেশ করেছেন তাদের মধ্যে অধিকাংশ বিদেশি শিক্ষার্থী। অন্যদিকে, অস্ট্রেলিয়ার এমন ঘোষণার পর বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইডিপি এডুকেশনের শেয়ার ৩ শতাংশ কমেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছিলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সংখ্যাকে সহনীয় মাত্রায় নামিয়ে আনতে হবে।

নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তি এড়…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি বসুন্ধরা গ্রুপে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9