মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১৩ লাখ টাকা

মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি গন্তব্য হচ্ছে যুক্তরাজ্য।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড ২০২৪ সালে ৭৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে। স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য এ স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ১৩ মে।

এ স্কলারশিপে শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার পাউন্ড বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকার বৃত্তি। 

যুক্তরাজ্যের ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংঙ্কিংয়ে ১৩তম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব শেফিল্ড। এ ছাড়া ৫০টি আন্তর্জাতিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬তম। 

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 2023- কিকি

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ

* ২০২৩ সালের অটাম সেশনে আবেদন শুরু হবে;

* আবেদনের শেষ দিন ২২ এপ্রিল, ২০২৪, বেলা ১টা (ইউকে সময়);

* স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪;

* কেউ স্কলারশিপ পেলে আবেদনকারীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৃত্তির অফার গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ, সঙ্গে ১৩ লাখ টাকা

আবেদনকারীর যোগ্যতা—

* ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে;

* মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন;

* আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে;

* তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়;

* আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।

আবেদনের বিস্তারিত দেখুন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence