২২ শিক্ষার্থী পাবে ৩ লাখ টাকা করে, আবেদন শেষ আজ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ বৃত্তি পাবেন ২২ শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ বৃত্তি পাবেন ২২ শিক্ষার্থী  © ফাইল ছবি

পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে ও মেধাবীদের স্বীকৃতি স্বরূপ সরকার একটি বৃত্তি দিচ্ছে। এর নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’। দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতকোত্তরে (মাস্টার্স) পড়ুয়া ২২ শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ স্বীকৃতি পাবেন। এ বৃত্তির উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

স্কলার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) পর্যন্ত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ অ্যাওয়ার্ড পেতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ অ্যাওয়ার্ড পাবেন ২২ জন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’–এ প্রত্যেককে প্রাইজমানি হিসেবে তিন লাখ টাকা, সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, বৃত্তির জন্য অবশ্যই এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এবং স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৭ থাকতে হবে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তি হওয়া শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশসহ আবেদন করবেন।

তিন সেট আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ও সহশিক্ষা কার্যক্রমের সনদের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে। পূরণ করা আবেদনপত্র ১৬ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন বিবেচনা করা হবে না। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ অ্যাওয়ার্ডে আবেদন নির্দেশিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 

আরো পড়ুন: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অদম্য মেধাবী তামান্না এবার পড়বে আর্মেনিয়ায়

উল্লেখ্য, ১৬টি ক্ষেত্রে থেকে মোট ২২ জনকে এ স্বীকৃতি দেওয়া হবে। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌতবিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, সমুদ্র-পরিবেশ বা পরমাণুবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা এমার্জিং টেকনোলজি, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসাবিজ্ঞান, চারু ও কারু এবং ধর্মীয় শিক্ষায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। 

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিকিৎসাবিজ্ঞান এবং কৃষিবিজ্ঞান অধিক্ষেত্রে দু’জন এবং বাকি ক্ষেত্রগুলোয় একজন করে মোট ২২ জনকে চূড়ান্তভাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন করে অ্যাওয়ার্ড দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence