যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, সঙ্গে থাকছে ২৪ লাখ টাকা

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ  © সংগৃহীত

বর্তমানে উচ্চশিক্ষায় প্রায় সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দেশ যুক্তরাজ্য। ২০০টি দেশ থেকে প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর নানা ধরনের নজরকাড়া সব ফুল ফ্রি স্কলারশিপ।
 
তেমনিই একটি ফুল ফ্রি স্কলারশিপ হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ। এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডির বিভিন্ন সাবজেক্টে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে।
 
২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ফান্ডটি ২০০টির বেশি ফুল রাইড স্কলারশিপ প্রদান করে থাকে। 

স্কলারশিপ

সুযোগ-সুবিধা:
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
• আবাসন সুবিধা প্রদান করবে।
• পার্টটাইম শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে।
• ক্ল্যারেন্ডন স্কলারদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যোগদানের সুযোগ। 

আবেদনের যোগ্যতা: 
• আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 
• ন্যূনতম সিজিপিএ ৩.৭ থাকতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• যেকোনো সাবজেক্টে পড়াশোনা করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্টটাইম পিএইচডি এবং মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করুন স্কলারশিপ নিয়ে

প্রয়োজনীয় নথিপত্র:
• অ্যাপ্লিকেশন ফরম। 
• একাডেমিক ট্রান্সক্রিপট ও সার্টিফিকেট। 
• পার্সোনাল স্টেটমেন্ট। 
• রিসার্চ পেপার। 
• ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট। 
• রেকমেন্ডেশন লেটার। 
• ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট । 

আবেদনের প্রক্রিয়া:
ক্যালেন্ডর স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো ধরনের আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের জন্য আবেদন করলেই এই স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। শর্টলিস্ট করার পর নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করে, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে (https://www.ox.ac.uk/clarendon/information-for-applicants)।


সর্বশেষ সংবাদ