আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে ২১ লাখ টাকা

২৩ মে ২০২৩, ১১:১১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড সরকার।“পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে সেপ্টেম্বর ২০২৩ এ এবং আবেদনের শেষ হবে অক্টোবর ২০২৩। 

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য দেশটি খুবই জনপ্রিয়। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে।  বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড দেশটির অফিসিয়াল নাম “রিপাবলিক অফ আয়ারল্যান্ড” আর অফিসিয়াল ভাষা আইরিশ ও ইংরেজি। 

সুযোগ-সুবিধা
• টিউশন ফি মওকুফ। 
• শিক্ষার্থীরা বছরে হাতখরচ বাবদ ১৮ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা) পাবেন।
• ৩ হাজার ২৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা) গবেষণা খরচ প্রদান করে থাকে।
• কন্ট্রিবিউশন ফি ৫ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৭  লক্ষ টাকা) পর্যন্ত দেওয়া হয়ে। 

প্রয়োজনীয় নথিপত্র
• পাসপোর্টের কপি ।
• সার্টিফিকেট।
• রেকমেন্ডেশন লেটার ।
• ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট ।
• রিসার্চ প্রপোজাল ।
• সুপারভাইজার ফরম ।
• স্টেটমেন্ট অব পারপাস ।
 
যেসব বিষয় অধ্যয়ন করা যাবে
• ইঞ্জিনিয়ারিং।
• হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস ।
• আইন । 
• ন্যাচারাল সায়েন্স ।
• হেলথ সায়েন্স ।
• জেনারেল সায়েন্স । 
• সোশ্যাল সায়েন্স। 

স্কলারশিপ

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
• ট্রিনিটি কলেজ ।
• আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
• ডাবলিন সিটি ইউনিভার্সিটি ।
• ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি ।
• ম্যারি ইমাকুলেট কলেজ ।
• ডাবলিন ডেন্টাল হসপিটাল ।
• কোলাইস্ট মুইরে মারিনো ।
• মাইনথ ইউনিভার্সিটি ।
• মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
• ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন ।
• ন্যাশনাল কলেজ অব আয়ারল্যান্ড ।
• ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড ।
• আরসিএসআই ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স ।
• রয়েল আইরিশ একাডেমী ।
• রয়েল আইরিশ একাডেমী অব মিউজিক ।
• সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
• টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব দ্য শেনন
• ইউনিভার্সিটি অব কর্ক ।
• ইউনিভার্সিটি অব লিমার্ক ।
• ডুন লাওহের ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি ।

আরও পড়ুন: এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা ইংরেজি অথবা আইরিশ হতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  https://research.ie/funding/goipg/

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9