উচ্চশিক্ষায় কৃষি নিয়ে বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শেষ ৩০ মার্চ

কৃষি নিয়ে আগ্রহীদের বৃত্তি দিচ্ছে সরকার
কৃষি নিয়ে আগ্রহীদের বৃত্তি দিচ্ছে সরকার  © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের বৃত্তি দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বৃত্তি দেওয়া হবে। দেশে প্রয়োজনীয়সংখ্যক একচ্যুয়ারি সৃষ্টির লক্ষ্যে এ বৃত্তি দেওয়া হচ্ছে। Actuarial Science ও Actuarial Management বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তি আবেদনের শর্ত
* প্রথম বছর Masters in Actuarial Science ডিগ্রির জন্য যুক্তরাজ্যের City University of London-এর Bayes Business School (Formerly Cass Business School) থেকে Unconditional Offer Letter থাকতে হবে। Conditional Offer Letter-সংবলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

* Bayes Business School-এর সব শর্ত পূরণপূর্বক Masters in Actuarial Science সম্পন্ন করার পর পরবর্তী ১ বছর মেয়াদে Masters in Actuarial Management প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে।

* বিদেশে সম্পন্ন স্নাতক/মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে আবশ্যিকভাবে ইউজিসি কর্তৃক ডিগ্রি সমতায়নের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

* সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আবেদনকারীর চাকরি স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না।

* ইতিপূর্বে সরকারি/বেসরকারি/আন্তর্জাতিক কোনো সংস্থার পূর্ণাঙ্গ স্নাতক/স্নাতকোত্তর বৃত্তি/ফেলোশিপপ্রাপ্ত প্রার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হবেন না।

* বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি অধ্যয়ন শেষে দেশে ফিরে কমপক্ষে ১০ বছর দেশের বিমা খাতের সঙ্গে যুক্ত থাকতে হবে।

* আগ্রহী প্রার্থীরা fid.gov.bd ও idra.org.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

শতভাগ স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ার সুযোগ

বয়সসীমা
এ বছরের ৩০ মার্চে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর। বিমা সেক্টরে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীরা কম খরচে পড়তে পারেন যে ১৩ দেশে

যা যা প্রয়োজন
* সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি

* শিক্ষাগত যোগ্যতার সব সনদ

* পরীক্ষার নম্বরপত্র বা গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি

* জাতীয় পরিচয়পত্র

* পাসপোর্টের সত্যায়িত কপি

* TOEFL/IELTS পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি

এসব কপি সংযুক্ত করে যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও সদস্যসচিব, স্টিয়ারিং কমিটি বরাবরে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদন কত দিন
এ বছরের ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে fid.gov.bd তে ক্লিক করতে হবে।

আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের ফরম দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ