দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার, আবেদন করুন আাজই

শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার
শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার  © লোগো

অর্থের অভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ না হয়ে যায় সেজন্য ‘মাইগভ আমার সরকার’র আওতায় স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে এই বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি প্রদানের পদ্ধতি:

১। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।

২। একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না।

৩। অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি শুধুমাত্র যাদের জন্য প্রযোজ্য তাদেরকেই প্রদান করতে হবে।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে প্রথমেই মাইগভ আমার সরকার ওয়েব সাইটে (https://www.mygov.bd/services/info?id=BDGS-1611120463) প্রবেশ করে একটি মোবাইল নম্বর অথবা ইমেইল এড্রেস দিয়ে লগইন করতে হবে। এরপর নির্ধারিত ফরমে তথ্য পূরণ সাপেক্ষে কাঙ্ক্ষিত অনুদানের জন্য আবেদন করতে হবে।

সময়সীমা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক আর্থিক অনুদানের আবেদনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২৩। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদানের জন্য আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৩ পর্যন্ত।

আবেদন গ্রহণের পর তথ্য যাচাই বাছাইকরণ শেষে কর্তৃপক্ষ এ শিক্ষাবৃত্তি প্রদান করবে।


সর্বশেষ সংবাদ